রাজধানীতে ছাত্রদল-পুলিশের ব্যাপক সংঘর্ষ

রাজধানীর প্রেসক্লাবের সামনে ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচি ঘিরে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

রোববার (২৮ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ১১টার দিকে প্রেসক্লাবের সামনে এই সংঘর্ষ শুরু হয়।

ছাত্রদলের নেতা-কর্মীরা প্রেসক্লাবের ভিতর থেকে একটি মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনের রাস্তায় আসে। এ সময় পুলিশের সাথে তাদের ধাওয়া-পালটা ধাওয়ার সূচনা হয়।

ছাত্রদলের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়তে থাকে। বিপরীতে পুলিশরা ছাত্রদলকে ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ করে এবং লাঠিচার্জ করে। এ সময় পুলিশ-সাংবাদিকসহ ছাত্রদলের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর