রায়পুরে অনিয়মের মধ্য দিয়ে চলছে ভোটগ্রহণ

৫ম দফা পৌরসভা নির্বাচনে লক্ষ্মীপুরের রায়পুরে শুরু হয়েছে ভোট গ্রহণ। রোববার সকাল ৮টায় ভোট শুরুর এক ঘন্টা পর বেশ কয়েকটি কেন্দ্র দখল করে নিয়েছে নৌকা সমর্থকরা।

৫নং মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ধানের শীষের এজেন্ট বের করে দেয়া হয়েছে। একইভাবে ৭নং দক্ষিন কেরোয়া সারকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও ৮নং রাযপুর সরকারী ডিগ্রি কলেজ কেন্দ্রের ধানের শীষের এজেন্ট বের করে দেয়ার অভিযোগ উঠেছে।

এছাড়া বিভিন্ন বুথে প্রবেশ করে জোরপূর্বক নৌকায় ভোট দেয়ার অভিযোগ করেন ভোটাররা।

এখানে আওয়ামীলীগ বিএনপিসহ মেয়র পদে ৬ জন কাউন্সিলর পদে ৫০ এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৭ জন প্রতিদ্বন্ধিতা করছেন। ৯টি ওয়ার্ডের ১৩ টি ভোট কেন্দ্রে ২৩ হাজার ৬৩১ জন ভোটার রয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষার্থে প্রতিটি ভোট কেন্দ্রে ৭ জন পুলিশ ৯জন আনসার মোতায়েন রয়েছে। এছাড়াও ৯ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে ৬ টি স্ট্রাইকিং ফোর্স ২ প্লাটুন বিজিবি ও র‌্যাবের তিনটি ভ্রাম্যমান টিম।

শাকের মোহাম্মদ রাসেল/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর