ভাসমান ৮১ রোহিঙ্গাকে আশ্রয় দিতে বাংলাদেশ বাধ্য নয়

ভাসমান রোহিঙ্গারা বাংলাদেশের নয়, মিয়ানমারের নাগরিক বার্তা সংস্থা রয়টার্সকে এ কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, আন্দামান সাগরে ভাসমান ৮১ রোহিঙ্গাকে আশ্রয় দিতে বাংলাদেশ বাধ্য নয়।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) তার সাক্ষাৎকারসহ একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে রয়টার্স।

পররাষ্ট্রমন্ত্রী জানান, ভাসমান রোহিঙ্গারা বাংলাদেশের নয়, মিয়ানমারের নাগরিক। তাদের নৌকাটি বাংলাদেশের জলসীমা থেকে সবচেয়ে দূরে এবং ভারতের কাছে শনাক্ত হয়েছে। যে কারণে বাংলাদেশ তাদের আশ্রয় দিতে বাধ্য নয়। ভারত কিংবা মিয়ানমার তাদের গ্রহণ করবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের তাদের দায়িত্ব নেয়া উচিত বলেও মনে করেন তিনি।

উল্লেখ্য, শুক্রবার আন্দামান সাগরে রোহিঙ্গাদের বহনকারী নৌকাটি থেকে আটজনের মরদেহ উদ্ধার করে ভারতীয় কোস্টগার্ড। ২৩ শিশুসহ ৮১ রোহিঙ্গাকে জীবিত পাওয়া যায়। শনিবার তাদের খাবার ও সহায়তা পাঠায় ভারত।

তবে তাদের প্রবেশ করতে দেয়া হবে কিনা সে বিষয়ে কিছু জানায়নি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর