রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ওপর অবরোধের আহ্বান জানিয়েছে বাংলাদেশ

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের প্রতি যুক্তরাষ্ট্রসহ বিশ্বের প্রভাবশালী দেশগুলোর রাজনৈতিক ও অর্থনৈতিক অবরোধের আহ্বান জানিয়েছে বাংলাদশ। রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে অবস্থানরত পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বিভিন্ন বৈঠক ও অনুষ্ঠানে অংশ নিয়ে এই আহ্বান জানান।

ওয়াশিংটনের থিংট্যাঙ্ক নিউলাইন্স ইনস্টিটিউটে রোহিঙ্গা সমস্যা নিরসনে আয়োজিত এক আলোচনা সভায় পররাষ্ট্র মন্ত্রী এ কে আব্দুল মোমেন রোহিঙ্গা সমস্যা সমাধানে টেকসই ব্যবস্থা নিয়ে বাইডেন প্রশাসনকে নেতৃস্থানীয় ভূমিকা নেয়ার জন্য অনুরোধ করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তি মত, অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্বে কোভিড-১৯ পরিস্থিতিতে রোহিঙ্গাদের মঙ্গলের জন্য সরকার কি কি পদক্ষেপ নিয়েছে সে বিষয়ে মন্ত্রী বিস্তারিত জানান। এছাড়া ভাসানচরে রোহিঙ্গাদের স্থানান্তরের বিষয়েও ব্যাখ্যা দেন একে আবদুল মোমেন।

মার্কিন প্রশাসনকে রোহিঙ্গা বিষয়ক একটি বিশেষ দূত নিয়োগ দেয়ার আহ্বান জানিয়ে মোমেন বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে এ বিষয়ে আরো ঘনিষ্ঠভাবে কাজ করার আশা করে বাংলাদেশ।

এরপরে কাউন্সিল অন ফরেন রিলেশন্সে এক ভার্চ্যুয়াল বৈঠকে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নতির বিষয়ে আলোচনা করেন পররাষ্ট্রমন্ত্রী।

কোভিড পরিস্থিতি বাংলাদেশ কীভাবে সামাল দিচ্ছে সে বিষয়ে আলোকপাত করেন তিনি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থোনি ব্লিনকেনের সঙ্গে সম্প্রতি টেলিফোন আলাপের প্রসঙ্গ টেনে তিনি দুই দেশের বর্তমান ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন এবং আশা করেন সম্পর্কটি স্ট্র্যাটেজিক স্তরে উন্নতি করা সম্ভব হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর