নিয়ন্ত্রণে কারওয়ান বাজার পাইকারী মার্কেটের আগুন

রাজধানীর কারওয়ান বাজারের হাসিনা মার্কেটের আগুন ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট নিয়ন্ত্রণে এনেছে। ফায়ার সার্ভিসের ১ঘন্টার চেষ্টার পরে নিয়ন্ত্রণে আসে আগুন।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে এই আগুনের সূত্রপাত হয় এবং ১ঘন্টার চেষ্টায় রাত ১০টা ১০ মিনিটের দিকে এ আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণ ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

এ বিষয়ে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মাহফুজ বলেন, রাত ৯টা ৮ মিনিটে আমরা আগুন লাগার খবর পেয়েছি। তাৎক্ষণিক সেখানে চারটি ইউনিটি পাঠানো হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে আরও ৪টি ইউনিট পাঠানো হয়েছিলো। ১ঘন্টার চেষ্টায় রাত ১০টা ১০ মিনিটের দিকে নিয়ন্ত্রণে আনতে সফল হই।

তিনি আরও বলেন, আগুন লাগার কারণে ক্ষয়ক্ষতি কিংবা সূত্রপাতের কারণ সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর