আগুনে পুড়ে ছাই হলো ২০ বিঘা জমির আখ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাবরা গ্রামে ৪ কৃষকের প্রায় ২০ বিঘা জমির আখ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্থ কৃষকেরা হলেন- বাবরা গ্রামের আবু হানেফের ছেলে আবু বক্কর, জয়নাল মন্ডলের ছেলে জামাত আলী, মান্দার মন্ডলের ছেলে রবিউল ইসলাম ও রোকনপুর গ্রামের আবু হানেফের ছেলো শরিফুল ইসলাম।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার বিকেলে হঠাৎ বাবরা গ্রামের মাঠের আখ ক্ষেতে আগুন লাগে। এসময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করে। এসময় প্রায় ২০ বিঘা জমির আখক্ষেত পুড়ে ছাই হয়ে যায়।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ বার্তা বাজারকে জানান, আগুনে ৪ কৃষকের প্রায় ২০ বিঘা জমির আখ পুড়ে গেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। তবে ধারনা করা হচ্ছে সিগারেটের আগুন থেকে আগুনের সুত্রপাত হয়েছে।

শোয়াইব উদ্দিন/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর