চরমোনাই মাহফিল থেকে ফেরার পথে যাত্রীসহ ২ নৌকা ডুবি (ভিডিওসহ)

বরিশালের চরমোনাই দরবার শরীফের মাহফিলে ৩ দিন অবস্থান শেষে বাড়ি ফেরার পথে মুসুল্লিসহ ২টি নৌকা কীর্তনখোলা নদীতে ডুবে গেছে। শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে দরবারের ১ নং ময়দানের উত্তরপাশে কীর্তনখোলা নদীতে এই ঘটনা ঘটে।

দুর্ঘটনার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বরিশাল নৌ ফায়ার সার্ভিসের অগ্নিঘাতক জলযানের টিম লিডার মো. হাবিবুর রহমান।

তিনি জানান, মাহফিল শেষে তড়িঘড়ি করে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। এসময় উভয় নৌকায় থাকা মুসুল্লীরা সাঁতরে তীরে ওঠে আসতে পেরেছেন।

তিনি আরও বলেন, সকাল ১০টায় মোনাজাতের মাধ্যমে মাহফিল সমাপ্তি হলে উপস্থিত মুসুল্লিরা হুড়োহুড়ি শুরু করেন ফেরার জন্য। এসময় একটি ট্রলারের সাথে ধাক্কা লেগে দু’টি নৌকা কাত হয়ে ডুবে যায়। অধিকাংশ মুসুল্লী সাঁতরে তীরে ওঠে আসতে পেরেছেন। তাছাড়া নদীতে অবস্থানরত অন্যান্য নৌকা ও ট্রলার তাদেরকে উদ্ধার করেন।

মো. হাবিবুর রহমান জানান, দুই নৌকা ডুবির ঘটনায় কেউ নিখোঁজ বা হতাহত হয়নি। তারপরও নৌ পুলিশের সহায়তায় নদীতে তল্লাশি অব্যাহত রয়েছে।

ভিডিও দেখতে ক্লিক করুন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর