শেষ টেস্ট থেকে সরে দাঁড়ালেন বুমরাহ

ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচে খেলবেন না ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহ। ব্যক্তিগত কারণে শেষ টেস্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি।

শেষ টেস্টে বুমরাহর না থাকার বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। তবে বুমরাহর পরিবর্তে শেষ টেস্টে কাউকে নিবে না ভারত। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টে মাত্র ৬ ওভার করেছিলেন বুমরাহ।

কেননা স্পিনবান্ধব সেই পিচে বেশি রান-আপ করতে হয়নি বুমরাহকে। সিরিজের দুই টেস্টে ৪৮ রান দিয়ে ৪ উইকেট শিকার করেছেন বুমরাহ। দ্বিতীয় টেস্টে বিশ্রামে থাকার পর শেষ টেস্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি।

আগামী ৪ মার্চ সিরিজের শেষ টেস্টে মাঠে নামবে দুইদল। ২-১ ব্যবধানে এগিয়ে থাকা ভারত যদি শেষ টেস্টে ড্র অথবা জয় পায় তাহলে নিউজিল্যান্ডের পর আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করবে তারা।

চতুর্থ টেস্টের ভারতীয় স্কোয়াড: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, কূলদীপ যাদব, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, ইশান্ত শর্মা, মোহাম্মদ সিরাজ ও উমেশ যাদব।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর