যৌন হয়রানির অভিযোগ: কানাডার সেনাপ্রধানের পদত্যাগ

তীব্র আলোচনা-সমালোচনার মধ্যেই কানাডার সেনাপ্রধান এডমিরাল আর্ট ম্যাকডোনাল্ড পদত্যাগ করলেন। গত ১৪ জানুয়ারি কানাডার সেনাবাহিনীর প্রধানের দায়িত্ব গ্রহণ করেন তিনি। দায়িত্ব গ্রহণের এক মাস পরে পদত্যাগ করতে হল তাকে।

২০১০ সালে এক নারীসেনাকে যৌন হয়রানির অভিযোগে পদত্যাগ করলেন তিনি। ম্যাকডোনাল্ডের বিরুদ্ধে আনা এই অভিযোগ নিয়ে সামরিক পুলিশের তদন্ত চলছে। কিন্তু তদন্ত চলাকালে স্বেচ্ছায় নিজের পদ থেকে সরে গেলেন ম্যাকডোনাল্ড।

যদিও এ ব্যাপারে এখনো মুখ খুলেননি ৫৪ বছর বয়সী ম্যাকডোনাল্ড। তবে ম্যাকডোনাল্ডের পদ ছাড়ার বিষয়টি নিশ্চিত করেন ফেডারেল প্রতিরক্ষা মন্ত্রী হারজিৎ সাজ্জান।

শুক্রবার এক বিবৃতিতে তিনি জানান, এডমিরাল ম্যাকডোনাল্ডের বিরুদ্ধে চলমান তদন্তের কারণেই তিনি স্বেচ্ছায় পদ থেকে সরে দাঁড়িয়েছেন।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর