পায়রা বন্দরে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের সনদপত্র বিতরণ

আহম্মেদ পাশা তানভীর, কলাপাড়া (পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের প্রথম পর্বের প্রশিক্ষণ কার্যক্রমের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পায়রা বন্দর কর্তৃপক্ষের সহযোগীতায় ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দি রুরাল পুয়র (ডরপ) এর বাস্তবায়নে বৃহষ্পতিবার সকালে পায়রা বন্দর ওয়্যার হাউস এ সনদপত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপসচিব ও যুগ্ন পরিচালক (এস্টেট) পায়রা বন্দর কর্তৃপক্ষ খন্দকার নূরুল হকের সভাপতিত্বে ও পায়রা বন্দর সহকারী পরিচালক (প্রশাসন) আজিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্যাপ্টেন এম. মুনিরুজ্জামান সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) পায়রা বন্দর কর্তৃপক্ষ।

স্বাগত বক্তব্য রাখেন ডরপ এর প্রশিক্ষণ টীম লিডার জেবা আফরোজ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেপুপাড়া ইনন্সিটিউট অব ইনফরমেশন টেকনোলজির প্রতিষ্ঠাতা পরিচালক এম এ সালেহ, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মেজবাহ উদ্দিন মাননু, সোনালী ব্যাংক পায়রা বন্দর শাখার ম্যানেজার মো. আতিকুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রশিক্ষক স্বপন বিশ্বাস, কলাপাড়া ভেটনারী ফিল্ড এ্যাসিসটেন্ট মাহাতাব উদ্দিন ও প্রশিক্ষন প্রাপ্ত প্রশিক্ষণার্থীরা। অনুষ্ঠানের সার্বিক তত্তবধানে ছিলেন ডরপ এর ডেপুুটি টিম লিডার (প্রশিক্ষণ) মো. আবুল মুনসুর ফকির। এসময় লালুয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্থদের উন্নত প্রযুক্তিতে গাভী পালন, ব্রয়লার, ককরেল, টার্কি পালন, মৎস্য চাষ ও আহরণের প্রশিক্ষণ শেষে ৭টি ট্রেডে ৮৩৪ জন প্রশিক্ষণার্থীদের মাঝে এ সনদপত্র বিতরণ করা হয়।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর