৯ বছর পর দলে ফিরলেন এডওয়ার্ডস, ২ বছর পর গেইল

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে দল ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। এই দলে চমক হিসেবে জায়গা পেয়েছেন দুইজন।

৯ বছর পর দলে ডাক পেলেন ডানহাতি পেসার ফিদেল এডওয়ার্ডস। সর্বশেষ ২০১২ সালের নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে জাতীয় দলের জার্সিতে টি-টোয়েন্টিতে খেলেছিলেন ৩৯ বছর বয়সী এডওয়ার্ডস।

মূলত সাম্প্রতিক পারফরম্যান্সের কারণেই জাতীয় দলে ডাক পেয়েছেন এডওয়ার্ডস। অন্যদিকে ২ বছর পর দলে ফিরেছেন ক্রিস গেইল। বিশ্বের বিভিন্ন ফ্রাঞ্চাইজি মাতানো এই তারকা সম্প্রতি পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলছিলেন। কিন্তু জাতীয় দলে ডাক পাওয়ায় দুই ম্যাচ খেলে দেশে ফিরে গেছেন তিনি।

দলে প্রথমবারের মত ডাক পেয়েছেন আকিল হোসেন ও কেভিন সিনক্লেয়ার। এছাড়াও দলে আছেন এভিন লুইস, নিকোলাস পুরান, জেসন হোল্ডার, ড্যারেন ব্রাভোর মতো তারকারা।

আগামী ৩ মার্চ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ-শ্রীলঙ্কা। সিরিজের বাকি দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ৫ ও ৭ মার্চ। সবগুলো ম্যাচই অ্যান্টিগাতে অনুষ্ঠিত হবে।

ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড: কাইরন পোলার্ড (অধিনায়ক), এভিন লুইস, নিকোলাস পুরান, লেন্ডল সিমন্স, আন্দ্রে ফ্লেচার, ক্রিস গেইল, জেসন হোল্ডার, ফাবিয়ান অ্যালেন, ডোয়াইন ব্রাভো, ফিদেল এডওয়ার্ডস, আকিল হোসেন, ওবেদ ম্যাকয়, রোভম্যান পাওয়েল এবং কেভিন সিনক্লেয়ার।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর