২ যুগ পর চালু হচ্ছে আরিচা-কাজিরহাট নৌরুট

২ যুগ পর চালু হচ্ছে আরিচা-কাজির ফেরি সার্ভিস। ফেরি উদ্বোধনের জন্য নৌরুটটি নতুন সাজে স্বজ্জিত হয়েছে। শনিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নৌ প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী রুটটি উদ্বোধন করবেন।

ইতোমধ্যেই প্রস্তুত রাখা হয়েছে ‘বেগম রোকেয়া’ নামের ১টি ফেরি। ঘাটে আসার পথে রয়েছে ‘কেতকী’ ও ‘বীরশ্রেষ্ঠ মতিউর রহমান’ নামের আরও ২টি ফেরি। উদ্বোধনের পরই যাত্রী পারাপার শুরু করবে ফেরিগুলো। তাই ঘাটে ভিড় করতে শুরু করেছে যানবাহন।

দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে উল্লাস ও আনন্দের কথা জানিয়েছেন যাত্রী ও ঘাট এলাকার ব্যবসায়ীরা।

আরিচা-কাজিরহাট নৌরুট পার হওয়ার জন্য আরিচা ৩নং ঘাটে ট্রাক নিয়ে অপেক্ষা করা একজন বলেন, পাবনা-কুষ্টিয়া-ঈশ্বরদী থেকে যমুনা সেতু হয়ে ঘুরে ঢাকায় আসতে তিন থেকে চার ঘণ্টা বেশি সময় লাগে। আজ তার অবসান হলো। তাছাড়া তেল খরচও কমে আসবে। এটি আমাদের একটি বড় সুখের সংবাদ।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর