মাদারীপুরে ডাসার থানা পুলিশের উদ্যোগে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

মাদারীপুরের ডাসার থানা পুলিশের উদ্যোগে গোপালপুর ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে ঐহিত্যবাহী গোপালপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে গোপালপুর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা, মসজিদের ইমাম,রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকদের নিয়ে ধর্ষন, সন্ত্রাস, চাঁদাবাজ, জঙ্গীবাদ, জুয়া, ইভটিজিং, বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধের লক্ষ্যে মত বিনিময় সভা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মোঃ হাসানুজ্জামান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এসআই নাজমুল হাসান, এ.এস আই তোফাজ্জেল, মোঃ কিবরিয়া, মোঃ শাহিন, গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ মাতুব্বর, বীর মুক্তিযোদ্ধা ও গোপালপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি মোঃ হারুন অর রশিদ মাতুব্বর, বীর মুক্তিযোদ্ধা মোঃ কালাচাঁন সরদার, সাবেক ইউপি সদস্য মোঃআজিত মাতুব্বর, বর্তমান ইউপি সদস্য মোঃআবু ভুইয়া, মোঃ নুরু চৌকিদার, মোঃ সেলিম সরদার, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য আলেয়া বেগম, গোপালপুর জামে মসজিদের ইমাম মাওঃআবুল হোসেন, গ্রামপুলিশ সদস্য বৃন্দ।

আবির হাসান/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর