সিরাজদিখানে প্রবাসী সামাজিক সংগঠনের অনুদান প্রদান

মুন্সীগঞ্জের সিরাজদিখানে কুসুমপুর বউবাজার প্রবাসী একতা সংঘের উদ্বোধনী অনুষ্ঠান ও কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় উপজেলার কুসুমপুর বউবাজার মাখজানুল উলুম মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়।

কুসুমপুর বউবাজার প্রবাসী একতা সংঘের সহ-সভাপতি মুন্না আহমেদ মনিরের সভাপতিত্বে ও সংগঠনটির বাংলাদেশ প্রতিনিধি সায়েম হোসাইন সৈকত ও সাকিল বেপারীর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, হাজী মান্নান শেখ জমির আলী, লিটন শেখ, রাকিব হোসেন, মীর আমির হোসেন রিপন, মো. নুরু বেপারী, সোবাহান মাষ্টার, মো. আক্তার হোসেন, আসলাম বেপারী, মো. সুমন মিয়া।

এসময় কুসুমপুর বউবাজার প্রবাসী একতা সংঘের সভাপতি মো.পলাশ মিয়া ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরসহ সংগঠনের সকল সদস্যদের পক্ষে উপস্থিত ছিলেন, সংগঠনের কার্যনিবাহী পরিষদের অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগর্বগণ।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, মো. আলিম, সিব্বির আহমেদ, শিহাব আহমেদ, জয় বেপারী, রাফি বেপারী, জাহিদুল ইসলাম, আসিফ বেপারী, তাওহীদ ইসলাম মুন্না, ছাঈম, মো. শিমুল, মো.শেখ ফাহাদ, মো. রোহেত প্রমূখ।

অনুষ্ঠান শেষে বিদেশে অবস্থানরত সকল প্রবাসীদের জন্য বিশেষ দোয়া মোনাজাত করা হয় এবং সংগঠনটির পক্ষ থেকে বউবাজার মাখজানুল উলুম মাদ্রাসার কার্পেটিং ও মসজিদ নির্মাণের জন্য ৫৬ হাজার টাকা এবং স্থানীয় সুবিধা বঞ্চিত তিনজন রোগীর চিকিৎসা বাবদ ৩০ হাজার টাকা অনুদান দেওয়া হয়।

উল্লেখ্য, কুসুমপুর বউবাজার প্রবাসী একতা সংঘ একটি অরাজনৈতিক সমাজ সেবামূলক সংগঠন। “মানবতার ডাকে, আমরা সবার আগে” এ শ্লোগানকে সামনে রেখে স্থানীয় সুবিধা বঞ্চিত অসহায় মানুষের পাশে দাড়িয়ে তাদের মানবিক সহায়তা প্রদানসহ সামাজিক বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে আর্থিক সহায়তা প্রদান করাই সংগঠটির মূল উদ্দেশ্য।

মোঃ মিজানুর রহমান/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর