সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন

নোয়াখালীর বসুরহাটে রাজনৈতিক প্রতিহিংসার শিকার বার্তা বাজারের নোয়াখালী প্রতিনিধি উদীয়মান সাংবাদিক বোরহান উদ্দিন মোজাক্কিরকে নির্মমভাবে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন নবীনগর থানা প্রেসক্লাব। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) স্থানীয় জেলা পরিষদ ডাকবাংলোর সামনে সকাল ১১টায় নবীনগর থানা প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত মানববন্ধনে নবীনগর থানা প্রেসক্লাবের সভাপতি দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি এম কে জসিম উদ্দিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন নবীনগর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির, সলিমগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ ইউনুছ, তোফায়েল আলী কারিগরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদ, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক দৈনিক যায়যায় কাল পত্রিকার সম্পাদক আলামিনুল হক, নবীনগর উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নাছির উদ্দিন।

এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী ঐক্যজোট নেতা মাওলানা মেহিদী হাসান, জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস নবীনগর উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি এ কে আমির হোসেন, মাদক মুক্ত নবীনগর চাই সংগঠনের সভাপতি আবু কাউছার, দৈনিক কালের কন্ঠ নবীনগর প্রতিনিধি সিনিয়র সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু, সাধারণ সম্পাদক দৈনিক প্রতিদিনের সংবাদ প্রতিনিধি নুর মোহাম্মদ জয়, ক্লাবের সহ সভাপতি দৈনিক আমার কাগজ প্রতিনিধি মোঃ হেদায়েত উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক বার্তা বাজার প্রতিনিধি মোঃ আক্তারুজ্জামান, দৈনিক আমার বার্তার প্রতিনিধি আবুল হাসান জাহিদ, সাংগঠনিক সম্পাদক দৈনিক জবাবদিহি প্রতিনিধি কাউছার আলম প্রমুখ।

বক্তারা সাংবাদিক মুজাক্কির হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দায়ীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানান। নতুবা সারা দেশের সাংবাদিকদের নিয়ে বৃহত্তর আন্দোলন করার ঘোষনা দেন।

মোঃ আক্তারুজ্জামান/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর