নাসিরের স্ত্রী তামিমার বিরুদ্ধে মেয়ে তুবার যত অভিযোগ

সম্প্রতি বিয়ে করেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেন। তিনি তামিমা নামের একজন বিমান বালাকে বিয়ে করেছেন। তবে চাঞ্চল্যকর ব্যপার হলো নাসিরের বর্তমান স্ত্রী তার আগের স্বামীকে তালাক না দিয়ে বিয়ে করেছে নাসিরক হোসনকে এমনটাই দাবি করছে তামিমার পূর্বের স্বামী রাকিব। তাদের রয়েছে ৮ বছর বয়সী একটি কন্যা সন্তান। যার নাম রাফিয়া হাসান তুবা।

রাফিয়া হাসান তুবা সম্পর্কে তার মা তামিমা সুলতানা তাম্মি যে সব অভিযোগ করেছেন, তুবা নিজেই সেসকল অভিযোগ অষ্বীকার করেছেন। আট বছর বয়সী তুবা বলেছেন মা কখনই আমার তেমন খোজ খবর রাখতেন না। এ ছাড়া বাবার বিরুদ্ধে আমাকে তুলে নেওয়ার যে অভিযোগ মা করেছে তাও মিথ্যা।

তুবা অভিযোগ করে বলেন, নানি বাড়িতে আমাকে মারত। আমি ইচ্ছা করেই আমার বাবার সাথে দাদা বাড়িতে এসছি। এখানেই আমার জন্মদিন পালন করেছে। তা ছাড়া দাদি বাড়ির সবাই আমাকে অনেক আদর করে, ভালোবাসে।

তুবা বলেন, মা কখনই আমাকে আদর করত না। এখন তো সে আরেক জনকে বিয়ে করেছে।

এ বিষয়ে তুবার দাদি বলেন, তুবা তার মায়ের বিয়ের কথা জানার পর থেকে ভীষণ চুপচাপ রয়েছে। মেয়েটা মনের মধ্যে ভীষণ কষ্ট পেয়েছে। বিয়ের কথা শুনার পর থেকে অনেক কান্নাকাটি করেছে।

তুবা আক্ষেপের স্বরে বলেন, নানি আমাকে মারত। নানি আমার বাবাকে দেখতে পারত না। শুধু শুধু আমাক চড় দিত। নানি আমাকে সারাক্ষণ ধমকের ওপর রাখত। এদিক-ওদিক হলেই রাগারাগি-গালাগালি করত। সে কারণেই আমি স্বেচ্ছায় বাবার সঙ্গে দাদির কাছে চলে আসি।

সে আরো জানায়, মা সবসময় বাহিরে থাকত। সে খখনও আমাকে ফোন দিত না। আমি ফোন দিলে ব্যস্ত আছি, প্লেনে আছি বলে লাইন কেটে দিত। কিন্তু বাবা, দাদি, দাদা, চাচ্চু আমায় অনেক ভালোবাসে।

কান্নাজড়িত কণ্ঠে তুবা বলে, ‘মা এখন আর আমায় ফোন দেয় না। আমার সাথে কথাও বলে না। মা অনেক পচা হয়ে গেছে। সে আরেকজনকে বিয়ে করেছে। আপনারা আমার মাকে এনে দিন। আমি মা আর বাবাকে নিয়ে সবাই এক সাথে থাকব।’

রাকিবের মা সালমা সুলতানা বলেন, গত ১০-১২ বছর আগে রাকিবের সঙ্গে বিয়ে হয় তামিমার। তারা প্রেম করে বিয়ে করে বলে আমরা প্রথমে মানতে চাইনি। পরে তুবার জন্ম হলে সম্পর্ক স্বাভাবিক হয়। শুরু থেকেই তামিমার আচরণ কিংবা স্বভাব কোনোটাই ভালো ছিল না। তবু আমার ছেলে আর নাতির মুখ চেয়ে কখনই কিছু বলিনি।

তিনি আরও বলেন, তুবাই প্রথম টেলিভিশনে দেখে আমার কাছে এসে গলা জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে, আর বলে যে, মা আবার বিয়ে করেছে। গত ২৬ আগস্ট ছিল তুবার জন্মদিন। সেদিন আমরা কেক কেটেছি, তুবা অনুষ্ঠানে নাচ করেছে। ভিডিওকলে তামিমাকে সব দেখিয়েছি আমরা। সে-ও আনন্দ পাওয়ার ভান করেছে সেদিন। কিন্তু তখনও ঘূর্ণাক্ষরেও বুঝতে পারিনি যে সে এ রকম একটা কিছু করবে।

সালমা সুলতানা বলেন, তামিমা নিজে থেকে ফোন করে কখনই তুবার খোঁজখবর নিত না। তুবা মাকে ফোন করে কথা বলতে চাইলেও নানা ব্যস্ততার অজুহাত দেখিয়ে লাইন কেটে দিত। মায়ের বিয়ের খবর টিভিতে দেখে মেয়েটা যে কত কষ্ট পেয়েছে তা বলে বোঝাতে পারব না। সারা দিন মনমরা হয়ে বসে থাকে। কারও সঙ্গে তেমন একটা কথাও বলে না। বাড়ির একটি মাদ্রাসায় পড়াশোনা করে তুবা। বন্ধুদের সঙ্গেও সে এখন আর খেলতে যায় না।

রাকিবের বাসা ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার পৌর শহরে। তার বাবা একজন ব্যবসায়ী। উপজেলার তালতলাবাজারে তার টিন, রড ও সিমেন্টের দোকান রয়েছে। রাকিব নিজে ঢাকায় ব্যবসা করেন। তার ছোট ভাইও একজন ব্যবসায়ী।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর