স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের ডাক

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাগারে মৃত্যুবরণ করা লেখক মুশতাক আহমেদের মৃত্যুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও এবং মশাল মিছিলের ডাক দিয়েছে দেশের প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো।

আগামী ১ মার্চ তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের পাশাপাশি শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় মশাল মিছিল করবে।

শুক্রবার দুপুরে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচী ও বিক্ষোভ শেষে নতুন এই কর্মসূচীর ঘোষণা দেন সমাজাতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি আল কাদেরী জয়।

তিনি বলেন, গতকাল রাতে থেকে মুশতাক হত্যার প্রতিবাদে আমরা ছাত্র-জনতা আন্দোলন চালিয়ে যাচ্ছি। নির্মম এই হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত চলবে আমাদের আন্দোলন। ভোট ডাকাত এই অবৈধ সরকারকে সরাতে না পারলে মানুষের অধিকার রক্ষা করা সম্ভব না। অবিলম্বে লেখক মুশতাক হত্যার বিচার করার পাশাপাশি ডিজিটাল নিরাপত্তা আইনসহ সব কালাকানুন বাতিল করতে হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর