বাইডেনের নির্দেশে বিমান হামলা, নিহত ১৭

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে পশ্চিম সিরিয়ার ইরান সমর্থিত বাহিনীর বিভিন্ন স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।

এ বিষয়ে পেন্টাগন থেকে জানা যায়, একজন বেসামরিক ঠিকাদরকে হত্যা ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের ওপর রকেট হামলার প্রতিবাদে এই হামলা চালায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

মার্কিন মুখপাত্র জন কিরবি জানান, বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) প্রেসিডেন্ট বাইডেনের নির্দেশনায় যুক্তরাষ্ট্রের সেনারা সন্ধ্যায় এই বিমান হামলা চালায়।

তিনি আরো জানান, সাম্প্রতিক সময়ে সিরিয়ায় আমেরিকান ও তাদের মিত্রদের প্রতি হামলা এবং বিভিন্ন বিষয়ে চলমান হুমকির জবাবে এই আক্রমণ চালানো হয়।

এ ঘটনায় এএফপি জানায়, সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের দেওয়া তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ১৭ জনের মৃত্যু হয়েছে।

গত দুই সপ্তাহ আগে ‘এরবিল’ এয়ারপোর্টের ভেতরে যুক্তরাষ্ট্রের একটি মিলিটারি বেশে হামলায় বিদেশি এক ঠিকাদারের মৃত্যু হয়। এই হামলায় আরও নয়জন আহত হন এবং হামলায় রকেট ব্যবহার করা হয়েছিল।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর