অনলাইনে বিক্রি করলো চোরাই মোবাইল, আটক-২

চট্টগ্রামের কোতোয়ালী থানার তামাকুমণ্ডি লেইন এলাকা থেকে অনলাইনে চোরাই মোবাইল বিক্রির সময় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের দেহ তল্লাশি করে ৪টি চোরাই মোবাইল জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে মক্কা টাওয়ারের তৃতীয় তলা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মামুনুর রশিদ আরফাত (২৮) ও মো. মুন্না (২৪)।

পুলিশ জানায়, অনলাইনে চোরাই মোবাইল বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে তামাকুমণ্ডি লেইন মোবাইল ব্যবসায়ী সমিতি মক্কা টাওয়ারের তৃতীয় তলায় অভিযান চালিয়ে দুই যুবককে আটক করা হয়। পরবর্তীতে তাদের দেহ তল্লাশি করে ৪টি চোরাই মোবাইল জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) নেজাম উদ্দীন বার্তা বাজারকে বলেন, জিজ্ঞাসাবাদে তারা অনলাইনে চোরাই মোবাইল বিক্রির কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

রবিউল হোসেন/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর