চট্টগ্রামে টিকা গ্রহণের পর তিনজনের করোনা শনাক্ত

চট্টগ্রামে করোনা টিকা গ্রহণের পরও তিনজনের করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) চট্টগ্রাম জেনারেল হাসপাতালের চিফ কনসালটেন্ট ডা. আব্দুর রব এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গত (১০ ফেব্রুয়ারি) এক নারী টিকা নিয়েছিল। আজ বৃহস্পতিবার তার নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়। এ নিয়ে চট্টগ্রামে টিকা গ্রহণের পরও তিনজনের করোনা শনাক্ত হলো।

এ ব্যপারে জানতে চাইলে তিনি বলেন, মানুষ করোনা টিকা গ্রহণের পর কোনো ধরনের স্বাস্থ্যবিধি মানছে না। মাস্ক পরছেন না। টিকা নিলে তা কার্যকর হতে সময় লাগে। তাই করোনা টিকা নেয়ার পরও সকল ধরনের স্বাস্থ্য রক্ষা করে চলতে হবে।

জানা যায় , টিকা গ্রহণের পরও করোনা শনাক্ত হওয়া ওই নারী বাড়ি সন্দ্বীপে। তিনি গত ১০ ফেব্রুয়ারি করোনা টিকা গ্রহণ করেন। তিনি শারীরিক ভাবে অসুস্থ হওয়ায় নমুনা পরীক্ষা করেন। আজ বৃহস্পতিবার তার করোনা শনাক্ত হয়।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর