ডিপিএল চ্যাম্পিয়ান ইয়াং স্টার রণসিংহপুর

ময়মনসিংহের ধোবাউড়ায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ধোবাউড়া প্রিমিয়ার লিগ (ডিপিএল) সিজন-২ এর ফাইনালে খেলা। টুর্নামেন্ট টি ছিল ২০ টি ফরম্যাটে। এটি ধোবাউড়া ক্রিকেট অঙ্গনের সেরা একটি প্লাটফর্ম।

গত ১১ ডিসেম্বর ১১টি দল নিয়ে ডিপিএল সিজন-২ এর উদ্বোধন করেন ময়মনসিংহ-১ (ধোবাউড়া-হালুয়াঘাট) আসনের সংসদ সদস্য মিঃ জুয়েল আরেং। ২ মাসব্যাপী উপজেলার দুইটি ভেন্যুতে জাঁকজমকপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয় ৫৮টি ম্যাচ।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ধোবাউড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আন নাজাহ লায়ন্স স্পোর্টিং ক্লাব বনাম ইয়াং স্টার রণসিংহপুরের মধ্যকার ফাইনাল খেলা। টসে জিতে শুরুতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১৫৭ রান সংগ্রহ করে আন নাজাহ লায়ন্স স্পোর্টিং ক্লাব। জবাবে ১৫৮ টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে অসাধারণ ব্যাটিংয়ে ৩ উইকেট হাতে রেখে ১৯.২ বলে লক্ষ্যে পৌঁছে যায় ইয়াং স্টার এ্যালিভেন রণসিংহপুর।

খেলা শেষে বিজয়ী দল ইয়াং স্টার রনসিংহপুর স্পোর্টিং ক্লাবকে চ্যাম্পিয়ন ট্রফিসহ নগদ পঁয়ত্রিশ হাজার টাকা এবং রার্নাস আফ দল আন-নাজাহ লায়ন স্পোর্টিং ক্লাবকে রানার্সআপ ট্রফিসহ পঁচিশ হাজার টাকা তুলে দেন প্রধান অতিথি (ধোবাউড়া – হালুয়াঘাট) আসনের সংসদ জুয়েল আরেং।

এছাড়াও টুর্নামেন্ট সেরা, ম্যাচ সেরা, সর্বোচ্চ রান সংগ্রহ ও সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দেরকে হ্রদয়ে গোয়াতলা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার ইফতেখার উদ্দিন খান পাঠানের সৌজন্যে পুরস্কার দেওয়া হয়।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ডেভিড রানা চিসিম, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা হাসান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসাইন, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর হোসেন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জিন্নত আলী বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন, নাজমুল হক, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান প্রমুখ।

আনিসুর রহমান
ময়মনসিংহ প্রতিনিধি -১

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর