শাহবাগের বিক্ষোভে আটককৃত শিক্ষার্থীরা মুক্ত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমান পরীক্ষা স্থগিতের প্রতিবাদে রাজধানীর শাহবাগে বিক্ষোভেকারী আটক শিক্ষার্থীদের মুক্তি দিয়েছে ডিবি অফিস ও শাহবাগ থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শাহবাগে বিক্ষোভ কালে ১০ শিক্ষার্থীকে আটক করার প্রতিবাদে শিক্ষার্থীরা শাহবাগ থানার ফটকের পাশে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। এসময় রমনা জোনের এডিসি হারুন অর রশীদ ও শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুন অর রশীদের নেতৃত্বে পুলিশরা শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে বেশ কয়েকজন শিক্ষার্থীকে আটক করে।

পুলিশের বাধার মুখে পড়া শিক্ষার্থীরা কিছুক্ষণ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের উল্টো দিকে ফুটপাতে দাঁড়িয়ে বিক্ষোভ করেন। তাঁরা সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, ‘আমরা শিক্ষার্থী হিসেবে নিজেদের যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করতে এসেছি। কিন্তু পুলিশ আমাদের বাধা দিচ্ছে। আমাদের নারী সহযোদ্ধাদেরও গায়ে হাত তোলা হয়েছে বলে শিক্ষার্থীরা দাবি করে। এরপর শিক্ষার্থীরা বলেন পুলিশ যাদের আটক করেছে তাদের মুক্তি না দিলে দিলে এ বিক্ষোভ চলবে।

শাহবাগ থানার ওসি গণমাধ্যমকে বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের আবার ছেড়ে দেওয়া হবে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর