শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জায়গা প্রভাবশালীদের দখলে

শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের জায়গা প্রভাবশালীদের দখলে রয়ে গেলো ৫০ বছর ধরে। প্রভাবশালীরা দখলকৃত জায়গায় গড়ে তুলেছে দোকানঘর বাড়িসহ বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী স্থাপনা।

স্বাস্থ্য বিভাগের কোনো নড়াচড়া নেই তাদের দখল উচ্ছেদে। এ ব্যাপারে হাসপাতাল তদারকি কমিটি বারবার প্রশাসনকে জানালেও তোয়াক্কা করেনি স্বাস্থ্য বিভাগ বা প্রসাশন।

সম্প্রতি ব্যবস্থাপনা কমিটির এক আলোচনাসভা অনুষ্ঠিত হয় উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের সভাকক্ষে। কমিটির সভাপতি হিসেবে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন। স্বাস্থ্য কেন্দ্রের জায়গা প্রভাবশালীদের দখলের বিষয়টি আলোচনায় উঠে আসলে সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন সেটি আমলে নিয়ে আলোচনাসভা শেষে ঘটনাস্থলে গিয়ে জায়গাটি পরিদর্শন করেন এবং যথাযথ ব্যবস্থা নিতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

নির্দেশনা অনুযায়ী সহকারী কমিশনার (ভূমি) রাশনা সারমিন মিথি স্থানটি পরিদর্শনসহ কয়েক দফা সীমানা নির্ধারণ করেন। তবুও উচ্ছেদের কোনো ব্যবস্থা নেয়া হয়নি বলে স্থানীয়রা জানান।

এ ব্যাপারে সরজমিনে গেলে পরে স্থানীয় জনপ্রতিনিধি মোমিনুর রহমান বার্তা বাজার কে জানান, হাসপতালের সীমানা প্রাচীরের বাইরেও স্বাস্থ্য বিভাগের জমি আছে এটি আমার জানা ছিল না। তবে ব্যবস্থাপনা কমিটির আলোচনা সভার পর জানতে পারলাম এখানে স্বাস্থ্য বিভাগের জমি দখল করে প্রভাবশালীরা কয়েক দফা বিক্রিও করেছে। যার ফলে সেখানে ব্যবসা প্রতিষ্ঠানসহ গড়ে উঠেছে নানা আবাসিক।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইউসুফ আলী বার্তা বাজার কে জানান, আমি এখানে গত ১ বছর আগে যোগদান করেছি। বিষয়টি আমার জানা ছিলনা। তবে দখলকারীদের উচ্ছেদের ব্যাপারটি এখন প্রক্রিয়াধীন রয়েছে।

উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু বার্তা বাজার কে বলেন, দখলকারীদের উচ্ছেদের ব্যাপারে প্রশাসনকে জানানো হয়েছে। শীঘ্রই দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন দখলকৃত স্থানটি পরিদর্শন শেষে বার্তা বাজারমও অনান্য সাংবাদিকদের বলেন, স্বাস্থ্য বিভাগের জায়গা দখলকারী যেই হোকনা কেন তাকে উচ্ছেদ করে এখানে হাসপাতাল উন্নয়নের ব্যবস্থা নেয়া হবে। চিকিৎসা সেবার মানোন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যাপক কর্মযজ্ঞ হাতে নিয়েছেন। ইতোমধ্যে হাসপাতালটি ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নিত করা হয়েছে।

এ্যান্টনি দাস(অপু)/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর