গাংনীতে অবৈধ ইটভাটায় কাষ্টমস অফিসের অভিযান

মেহেরপুরের গাংনীতে অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে গাংনী উপজেলার বিভিন্ন এলাকার ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন, মেহেরপুর ও চুয়াডাঙ্গা কাষ্টমস অফিসের দায়িত্বপ্রাপ্ত কমিশনার তপন চন্দ্র দেব। এসময় আরো উপস্থিত ছিলেন মেহেরপুর কাষ্টমস অফিসের প্রতিনিধি বেলাল হােসেনসহ গাংনী থানা পুলিশের একটিদল।

কমিশনার তপন চন্দ্র দেব বার্তা বাজারকে জানান, মেহেরপুর জেলায় ভ্যাট ফাঁকি দিয়ে ১০৪টি ইটভাটা অবৈধ উপায়ে ইট পােড়ানাে হচ্ছে। জেলায় বিভিন্ন ইটভাটার সাড়ে ৪ কােটি টাকা কর বাকি রয়েছে। গত কয়েকদিন অভিযান চালিয়ে বিভিন্ন ইটভাটায় ৫ লাখ টাকার কর আদায় করা হয়েছে।

এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।

মাসুদ রানা/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর