ছুটি পেতে অপহরণ নাটক, হারালো চাকরি

কর্মস্থল থেকে ছুটি পেতে আপনি সর্বোচ্চ কি করতে পারবেন? অসুস্থ হলে সেই কারণ দেখিয়ে বা অসুস্থতার নামে মিথ্যা বলে ছুটি নেবেন। আবার অনেকেই তাদের আত্মীয় স্বজনদের মৃত্যু সংবাদকেও কাজে লাগান ছুটি পাবার জন্য। তবে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় ১৯ বছরের এক যুবকের কাণ্ড দেখে হতবাক সকলেই। একটি কারখানায় কর্মী হিসেবে কাজ করে ওই ছেলেটি। ছুটি পাবার জন্য নিজেই নিজের অপহরণের নাটক সাজায়। কিন্তু কপাল খারাপ হলে যা হয়। শেষে হারান নিজের চাকরিই।

ব্র্যান্ডন সোলস নামে ১৯ বছরের সেই কিশোর ছুটি পাওয়ার জন্য অপহরণের গল্প সাজিয়েছিলো। পুলিশ সূত্রে খবর, সোলসকে খুঁজে পাওয়া গেছে। টায়ারের কারখানায় কর্মরত সোলসকে একটি পানির টাওয়ারের সামনে থেকে হাত বাঁধা আর মুখে কাপড় বাঁধা অবস্থায় উদ্ধার করেন এক প্রত্যক্ষদর্শী।

পুলিশকে সোলস জানিয়েছিলেন, তাকে দুই ব্যক্তি অপহরণ করেছিল। এই পানির টাওয়ারের কাছে ফেলে যাবার আগে তাকে গাড়িতে তোলা হয়েছিল বলে দাবি সোলসের। অচৈতন্য অবস্থায় তাকে এই রাস্তায় ফেলে দিয়েছিল দুষ্কৃতীরা। পুলিশ এই ঘটনার তদন্তে নামার পর অবশ্য সম্পূর্ণ বিষয়টা অন্যভাবে সামনে চলে আসে। ব্র্যান্ডন সোলসকে অপহরণের কোনও প্রমাণ পাননি তারা। রাস্তার সিসিটিভি ফুটেজ দেখে গোয়েন্দারা নিশ্চিত গোটা বিষয়টি সাজানো হয়েছিল ছুটি পাওয়ার জন্য।

পুলিশের জেরার মুখে পড়ে অবশ্য নিজের দোষের কথা স্বীকার করতে বাধ্য হন ব্র্যান্ডন। কাজ থেকে ছুটি পাবার জন্যই এমন গল্প ফেঁদেছিলেন বলে দাবি করেন। তবে মিথ্যা গল্প ফেঁদে এভাবে পুলিশকে বিব্রত করার দায়ে তাকে গ্রেফতার করা হয়েছে। আটক ব্র্যান্ডন নিজের বেল্ট দিয়েই নিজে হাত বেঁধেছিলেন বলে জানায় পুলিশ। কারখানা থেকেও তাকে বিতাড়িত করা হয়েছে বলে জানা গেছে।

বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর