ব্রাজিলিয়ান গোলরক্ষক অ্যালিসন বেকারের বাবার মৃত্যু

লিভারপুলের ব্রাজিলিয়ান গোলরক্ষক অ্যালিসন বেকারের বাবা জোসে অ্যাগোস্টিনহো বেকার মারা গেছেন।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) ব্রাজিলের ল্যাভ্রাস ডো সুলে নিজেদের একটি ফার্মহাউজের পাশে পুকুরে সাঁতার কাটার সময় মারা যান ৫৭ বছর বয়সী অ্যাগোস্টিনহো বেকার।

স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার ভোর ৫টায় নিখোঁজ হোন অ্যাগোস্টিনহো। স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিসের অনুসন্ধানী দলগুলো কয়েক ঘন্টা খোঁজাখুঁজি করে। পরে সকাল সাড়ে নয়টায় তার বন্ধু ও পারিবারিক এক কর্মচারীর কাছ থেকে মরদেহ পাওয়া যায়।

অ্যালিসনের বাবার মৃত্যুতে শোক প্রকাশ করেছে অ্যালিসন ও মুরিয়েলের শৈশবের ক্লাব ইন্টারন্যাসিওনাল। টুইট বার্তায় ক্লাবটি লিখেছে, অত্যন্ত বেদনার সঙ্গে জানাতে হচ্ছে যে আমাদের সাবেক দুই গোলরক্ষক অ্যালিসন বেকার ও মুরিয়েলের বাবা মারা গেছেন। তারা যেন দ্রুত এই শোক কাটিয়ে ওঠতে পারে আমরা এই কামনা করি।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর