রোহিতকে হটিয়ে টি-টোয়েন্টিতে ছক্কার রেকর্ড গাপটিলের

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নেমেছিল নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া। শ্বাসরুদ্ধকর ম্যাচে অস্ট্রেলিয়াকে ৪ রানে হারিয়ে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল কিউইরা।

এই ম্যাচে ব্যাট হাতে ঝড়ো ইনিংস খেলেন কিউই ওপেনার মার্টিন গাপটিল। ৫০ বলে ৯৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেন গাপটিল। যেখানে ছিল ৬টি চার ও ৮টি ছয়। ৮টি ছয় হাঁকিয়ে দারুণ রেকর্ড গড়েছেন গাপটিল।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ড গড়েছেন গাপটিল। পেছনে ফেলেছেন ভারতীয় তারকা ওপেনার রোহিত শর্মাকে। এই ম্যাচে মাঠে নামার আগে রোহিতকে টপকাতে গাপটিলের প্রয়োজন ছিল ৪টি ছয়।

এদিন ৮টি ছয় হাঁকিয়ে রোহিতকে টপকে শীর্ষে উঠে যান গাপটিল। ৯৬টি টি-টোয়েন্টি খেলে গাপটিল ১৩২টি ছক্কা হাঁকিয়েছেন। অন্যদিকে দুইয়ে থাকা রোহিত শর্মা ১০৮ ম্যাচ খেলে ১২৭টি ছয় হাঁকিয়েছেন।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর