১০ জনের আটালান্টার বিপক্ষে রিয়ালের কষ্টার্জিত জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে আটালান্টার মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ। বুধবার রাতে আটালান্টাকে তাদের মাঠে ১-০ গোলে হারিয়েছে রিয়াল। তবে আটালান্টাকে হারাতে বেশ বেগ পোহাতে হয়েছে তাদের।

ম্যাচের প্রথম ভাগেই ১০ জনের দলে পরিণত হয় আটালান্টা। ম্যাচের ১৭ মিনিটে রিয়ালের ফারল্যান্ড মেন্ডিকে ডি-বক্সের বাইরে ফাউল করে বসে আটালান্টার ডিফেন্ডার রেমো ফ্রয়লার। যার ফলে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে।

প্রথমার্ধে ১০ জনের দলে পরিণত হওয়া আটালান্টার জালে বল জড়াতে ব্যর্থ হয় রিয়াল। তবে ৮৬ মিনিটে ডি বক্সের বাইরে থেকে দূরপাল্লার বাঁকানো শটে গোল করে রিয়ালের হতাশা দূর করেন মেন্ডি। এতে ১-০ গোলে জয় পায় লস ব্ল্যাঙ্কোসরা।

একই সঙ্গে চ্যাম্পিয়নস লিগে ভিন্ন ৬০টি দলকে হারানোর রেকর্ড গড়েছে রিয়াল। এর আগে বায়ার্ন মিউনিখ এই রেকর্ড গড়ে। আগামী ১৬ মার্চ ফিরতি লিগে রিয়ালের মাঠে খেলবে আটালান্টা।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর