ভূমধ্যসাগরে নৌকাডুবি, নিহত ৪১

আফ্রিকা থেকে ইউরোপে পাড়ি জমানোর সময় ভূমধ্যসাগরে অভিবাসীবাহী একাটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৪১ জন অভিবাসীর মৃত্যু হয়েছে।

বুধবার(২৪ ফেব্রুয়ারি) জাতিসংঘের শরণার্থী ও অভিবাসন সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে।

বিবৃতিতে জানিয়েছে, গত শনিবার নৌকাডুবির এ ঘটনা ঘটে। পরে উদ্ধারকারী একটি জাহাজ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মৃত্যু হয় ৪১ জন অভিবাসীর।

জাতিসংঘের অভিবাসন সংস্থা জানান, গত বুধবার (১৮ ফেব্রুয়ারি) অন্তত ১২০ জন অভিবাসীকে নিয়ে অবৈধ পথে ইউরোপে পাড়ি জমাতে লিবিয়া উপকূল থেকে রওনা দেয় ওই নৌকাটি। যুদ্ধবিধ্বস্ত লিবিয়া থেকে উন্নত জীবনের প্রত্যাশায় তারা অবৈধ পথে ইউরোপে পাড়ি জমাচ্ছিলেন। তখন নৌকাটি ডু্বতে শুরু করার প্রায় ১৫ ঘণ্টা পর একটি বাণিজ্যিক জাহাজ নৌকাটি উদ্ধারে সহায়তার জন্য এগিয়ে আসে।

এ সময় আরোহীরা সম্ভাব্য সব উপায়ে সাহায্য চাইতে থাকেন। এর মধ্যে ৬ ব্যক্তি পানিতে পড়ে মারা যান।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর