নাটোরে এমপি বকুলসহ ৬ আওয়ামী লীগ নেতার নামে মামলা

নাটোরের লালপুরে বিভিন্ন ইউনিয়নে দলীয় গঠনতন্ত্র বহির্ভূত পন্থায় কমিটি গঠন করে নিজস্ব বলয় সৃষ্টি করার অভিযোগে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য (এমপি) শহিদুল ইসলাম বকুলসহ আওয়ামী লীগের ৬ নেতার বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।

মামলার পর আদালত কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। একই কারণে নতুন করে গঠনতন্ত্রবিরোধী সম্মেলন আয়োজনে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। নির্দেশের কপি পাওয়ার ৭ দিনের মধ্যে অভিযুক্তদের ব্যাখ্যা দিতেও বলা হয়েছে।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাতে গণমাধ্যমকে এ তথ্যটি নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক প্রসাদ কুমার তালুকদার।

মামলার বাকি ৫ জন হলেন, লালপুর উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি এসকেন্দার মির্জা, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কাউসার, মাহমুদুল হক মুকুল, আলাউদ্দীন আলাল ও সাংগঠনিক সম্পাদক খায়রুল বাশার ভাদু।

গেল সোমবার (২২ ফেব্রুয়ারি) লালপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আফতাব হোসেন ঝুলফু বাদী হয়ে লালপুর সহকারী জজ আদালতে এ মামলা দায়ের করেন। আর ওই মামলার পরিপ্রেক্ষিতেই মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) আদালতের বিচারক মো. মাহাবুব আলম এ নির্দেশনা দেন।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর