হাতকড়া খুলে লাপাত্তা আসামি, ৮ পুলিশ বরখাস্ত

প্রিজনভ্যান থেকে হাজতখানায় নেয়ার সময় হাতকড়া খুলে পালিয়েছে হত্যাচেষ্টা, ডাকাতিসহ ৫ মামলার আসামি। অথচ তখন টেরও পায়নি পুলিশ। হাজতখানায় গণনার সময় দেখা যায়, একজন নেই। ততক্ষণে হয়ে গেছে অনেক দেরি।

চারদিকে খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি সেই আসামিকে। এ ঘটনায় বরখাস্ত হয়েছেন ৮ পুলিশ সদস্য।

পালিয়ে যাওয়া আসামি হলেন, ভোলার হারুন অর রশিদ সুমন। তিনি হত্যাচেষ্টা, ডাকাতিসহ ৫ মামলার আসামি ছিলেন।

বিচার কার্যক্রমের জন্য প্রতিদিনই শত শত আসামিকে কারাগার থেকে আদালতে এবং আদালত থেকে কারাগারে আনা-নেয়া করছে পুলিশ। এর মাঝেই কখনও কখনও পালিয়ে যাচ্ছে আসামি।

এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী (চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত) আনোয়ারুল কবির বাবুল জানান, “হাজতখানায় নিরাপত্তা ব্যবস্থা জোড়দার করা হয়েছে। ওসি হাজত, এসআই বদরুজ্জামানসহ আট পুলিশকে প্রত্যাহার করা হয়েছে এবং বিভাগীয় তদন্ত চলছে।”

ডিএমপি’র কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, “অসতর্কতার কারণেই পুলিশ হেফাজত থেকে আসামি পালিয়েছে। আমাদের কয়েকটি টিম কাজ করছে। আসামি ধরা পরে যেতে পারে।”

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর