গোলাপগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

সিলেটের গোলাপগঞ্জে পৃথক ৩স্থানে অভিযান চালিয়ে ১ লক্ষ ৬০হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিভিন্ন সময় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্বদেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপমা দাস। এসময় গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ সহযোগিতা করে।

জানা যায়, অবৈধভাবে মাটি কাটার অপরাধে উপজেলার বাঘা ইউনিয়নের খালপাড় মজিদপুরে এক ব্যক্তিকে ১ লক্ষ টাকা, পৌর শহরের গোডাউন রোডের একটি বিস্কিট ফ্যাক্টরিতে অনুমোদনহীন মোড়ক ব্যবহার এবং লাইসেন্সবিহীন খাদ্যসামগ্রী উৎপাদনের অপরাধে ৫০ হাজার টাকা এবং গোলাপগঞ্জ চৌমুহনীতে অবস্থিত একটি ফিলিং স্টেশন এর আন্ডারগ্রাউন্ড স্টোরেজের ক্যালিব্রেশন চার্টের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ১০হাজার টাকা জরিমানা করা হয়।

বিষয়টি বার্তা বাজারকে নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপমা দাস।

ফাহিম আহমদ/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর