ক্লাসরুমে পাঠদান শুরু হলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা

সরাসরি ক্লাসরুমে পাঠদান শুরু হলেই জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্থগিতকৃত পরীক্ষাসমূহ শুরু হবে। বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

দপ্তরটির ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম শুরু হলেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের যেসব পরীক্ষা স্থগিত রয়েছে- সেগুলো নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরকারের সিদ্ধান্ত মোতাবেক আগামী ২৪ মে থেকে দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে শ্রেণিকক্ষে সরাসরি পাঠদান শুরু হবে। একইদিন জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত ঘোষিত সকল পরীক্ষাও শুরু হবে।

একইসাথে সেসব পরীক্ষার সংশোধিত সময়সূচী অতিসত্ত্বর বিশ্ববিদ্যলয় থেকে প্রকাশ করা হবে। এজন্য শিক্ষার্থীদেরকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর