ব্রাহ্মণবাড়িয়ায় ফোর মার্ডার: দুই আসামির মৃত্যুদণ্ড কমে যাবজ্জীবন

প্রায় ১৫ বছর আগে ব্রাহ্মণবাড়িয়ায় ২০০৫ সালে এক গর্ভবতী নারীসহ ৪ জনকে হত্যার ঘটনায় করা এক মামলায় আসামি সোহেল ও রাজীবের মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন করে দিয়েছেন সর্বোচ্চ আদালত আপিল বিভাগ।

২০০৫ সালে এই হত্যাকাণ্ডের হত্যার ঘটনা ঘটে। পরের বছর তথা ২০০৬ সালে সিরাজুলসহ ৮ জনের মৃত্যুদণ্ডের রায় দেন বিচারিক আদালত। এরপর ২০১২ সালে হাইকোর্ট ৮ জনেরই মৃত্যুদণ্ড বহাল রাখেন।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় ঘোষণা করেন। মামলার অপর আসামি পিয়াসকে খালাস দিয়েছেন আদালত। এছাড়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত আরও ৫ আসামী মারা গেছে বলে জানা যায়।

বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর