করোনার টিকা নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে সফল হতে পারেনি বিএনপি

আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, করোনা টিকা নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছিল বিএনপি। কিন্তু সফল হতে পারেনি। এখন মানুষ টিকার উপর আস্থা পেয়েছে। বিএনপি নেতা, বুদ্ধিজীবিরাও টিকা নিচ্ছেন। ড. জাফরুল্লাহ, রুহুল কবির রিজভীও টিকা নিয়েছেন। বিএনপি নেতারা প্রকাশ্যে, অপ্রকাশ্যে টিকা নিচ্ছেন। করোনার টিকা প্রাপ্তিতে বিশে^র মধ্যে ২৫ তম দেশ হলো বাংলাদেশ।

মঙ্গলবার বিকেলে তিনটায় পাবনার ফরিদপুর উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ফরিদপুরের ওয়াজি উদ্দিন খান পৌর মুক্ত মে আয়োজিত সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, সাবেক স্বরাষ্ট প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি, সাংগঠনিক সম্পাদক আহমেদ ফিরোজ কবির এমপি।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিকেলে অনুষ্ঠিত হয় উপজেলা আওয়ামীলীগের সম্মেলন।

মোঃ মাসুদ রানা/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর