জামালপুরে বিএডিসির চাষিদের মানববন্ধন

কৃষক বাঁচাও দেশ বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে জামালপুরে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির চলতি অর্থবছরের আমন মৌসুমের সরবরাহকৃত বীজের মূল্য বৃদ্ধির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে (২৪ফেব্রয়ারি) বিএডিসির গেটের সামনে বিএডিসি চুক্তিবদ্ধ চাষিদের আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছেদ,বীরমুক্তিযোদ্ধা হাজী আব্দুস সাত্তার, হারুন অর রশিদ, ফরহাদ হোসেন, জুয়েল রানাসহ অন্যান্যরা।

এসময় চুক্তি বদ্ধ চাষিরা সরকারের কাছে ন্যায্য মূল্য বৃদ্ধি করে বীজের মূল্য প্রতি কেজিতে ৪৮ থেকে ৫০ টাকা প্রদানের মূল্য নির্ধারন করার দাবি জানান।

ইয়ামিন মিয়া/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর