সিরাজগঞ্জে আবাসিক সংযোগে চলছে সেচ পাম্প

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় পল্লী বিদ্যুৎ সমিতি’র (পবিস) মাঠকর্মীদের যোগসাজশে অবৈধভাবে অর্ধশতাধিক আবাসিক সংযোগে সেচপাম্প চলছে বলে অভিযোগ ওঠেছে। গালা ইউনিয়নের ভেড়াকোলা গ্রামের অসাধু ব্যক্তিবর্গ কয়েক বছর ধরে এ সেচ গুলো বানিজ্যিকভাবে পরিচালনা করছে বলে জানান স্থানীয়রা।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) সরেজমিনে গেলে জানা যায়, ওই গ্রামের মৃত রশিদ মোল্লার ছেলে সোনাউল্লাহ, মৃত আবুল মোল্লার ছেলে মো. সাগর মোল্লা,মৃত সেকেন মোল্লার ছেলে মো. জোসন মোল্লা, মো. রোস্তম আলী, আব্দুল আউয়াল, ওমর আলী, মো. নজরুল ইসলাম, মো. মোবারক সেখ ও মো. রেজাউল করিম বাচ্চু সহ প্রায় অর্ধশতাধিক ব্যক্তি পবিসের আবাসিক সংযোগ নিয়ে বানিজ্যিকভাবে ইরি-বোরো চাষাবাদে পানি সেচের কাজ চালিয়ে আসছে। স্থানীয়দের অভিযোগ পল্লী বিদ্যুৎ সমিতির মাঠকর্মিদের যোগসাজশে ওই ব্যক্তিরা এমন রমরমা বানিজ্য চালিয়ে আসছে।

অবৈধ সংযোগকারি ভেড়াকোলা গ্রামের রেজাউল করিম বাচ্চু ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আমরা প্রতি বছর পল্লী বিদ্যুৎ স্থানীয় মাঠকর্মীদের সাথে আলাপ আলোচনা করেই আবাসিক সংযোগ থেকেই সেচপাম্প চালাচ্ছি। এটা নিয়ে কোনো সমস্যা হয় নাই। এ দিকে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১, শাহজাদপুর জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী মুহাম্মদ মিজানুর রহমান বলেন, বিষয়টি অবগত হওয়ার পর অভিযান পরিচালনা করে গত দুদিনে ১২ টি আবাসিক সংযোগ বিচ্চিন্ন ও জরিমানা করা হয়েছে।

এমন অবৈধ কান্ডে কোন মাঠকর্মী জরিত থাকলে অবশ্যই তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তবে উল্লাপাড়া জোনের জেনারেল ম্যানেজার রমেন্দ্র চন্দ্র রায় বলছেন আবাসিক সংযোগে সেচপাম্প চালানো অবৈধ। এ ধরনের অভিযোগের সত্যতা পাওয়া মাত্র সংযোগ বিচ্ছিন্ন করা হবে।

এ প্রসঙ্গে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. শামসুজ্জোহা মুঠোফোনে বলেন, বিএডিসি কর্তৃক ছাড়পত্র পাওয়ার পর পল্লী বিদ্যুৎ সেচ সংযোগ দিয়ে থাকে। এর আগে যে কোন সংযোগে সেচ পরিচালনা করা অবৈধ। পল্লী বিদ্যুৎ সমিতি অবশ্যই খতিয়ে দেখে এটার ব্যবস্থা নিবে।

এম এ মালেক/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর