পোস্টারে ছেয়ে গেছে জয়পুরহাট পৌর শহর

আগামী ২৮ ফেব্রুয়ারি জয়পুরহাট পৌরসভা নির্বাচনকে ঘিরে সর্বত্রই নির্বাচনী ব্যানার-পোস্টারে ছেয়ে গেছে। এদিকে পোস্টার তৈরিতে ব্যস্ত প্রিন্টিং প্রেসের কর্মীরাও। সাধারণ ভোটাররা চান, সব ধরনের সংঘাত এড়িয়ে উৎসব মুখর পরিবেশে ভোট দিতে।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, জয়পুরহাট পৌরসভায় ৯টি ওয়ার্ড ও ৩টি সংরক্ষিত ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৫২ হাজার ৪৭৩ জন। এর মাধ্যে পুরুষ ভোটার ২৫ হাজার ৬১৭ জন ও নারী ভোটার ২৬ হাজার ৮৫৬ জন। এ পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৮ ফেব্রুয়ারি। ১২ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দ পেয়ে জোড়েশোড়ে মাঠে নেমেছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। জয়পুরহাট পৌরসভার নির্বাচনে ৫২ হাজার ৪৭৩ জন ভোটার রয়েছে। এর মধ্যে পুরুষ ২৫ হাজার ৬১৭ এবং নারী ২৬ হাজার ৭৫৬ জন। এ পৌরসভায় ২২ টি কেন্দ্রে ১৫৫ টি কক্ষে ইভিএমএ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

জয়পুরহাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়ছেন ৪ জন প্রার্থী। ৯টি ওয়ার্ডে ৬০ জন কাউন্সিলর ও তিনটি ওয়ার্ডে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শহরের শন্তিনগর এলাকার বাসিন্দা আলম হোসেন, মুরাদ হোসেন বলেন, এখানে প্রচারণা ভালোই চলতেছে। আমি সারাদিন শহরের ভিতর রিক্সা চালাই। সব অলিগলিতে প্রচুর পোস্টার-ব্যানার। এতে আমাদের অনেক ভালো লাগছে। আমরা কোন রকম ঝামেলা ছাড়া সুষ্ঠ পরিবেশে ভোট দিতে চাই।

নতুনহাট সরদারপাড়া এলাকার বাসিন্দা সাফিন আক্তার রুমা বলেন, নির্বাচনকে ঘিরে এখন পর্যন্ত কোন ঝামেলা হয়নি। এখানে শান্তি শৃঙ্খলা ভাবে ভোট প্রদানের আশা করতেছি।

জেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং অফিসার মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, জয়পুরহাট পৌরসভা নির্বাচনকে ঘিরে এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আগামী ২৮ ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে সকল প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

মিলন রায়হান/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর