শীর্ষ ধনীর অবস্থান হারালেন এলন মাস্ক

বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তির অবস্থান হারালেন এলন মাস্ক। আর সেই স্থান আবারো দখলে নিয়েছেন অ্যামাজান প্রতিষ্ঠাতা জেফ বেজস। হঠাৎই নেমে গেল বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার শেয়ারের দর। জানুয়ারিতেও প্রতি শেয়ারের দর ৮৮০ ডলার ছিল টেসলার। এক সপ্তাহেই যা ২০ শতাংশ পর্যন্ত কমেছে। যার কারণে শীর্ষ ধনী ব্যক্তির অবস্থান হারালেন এলন মাস্ক।

হঠাৎই টেসলার এমন পতনে প্রতিষ্ঠানটির বিটকয়েনে দেড়শ’ কোটি ডলারের বিনিয়োগ ঝুঁকির মুখে পড়েছে।

এদিকে টানা ঊর্ধ্বমুখী অবস্থানে থাকার পর হঠাৎই কমছে বিটকয়েনের দামও। টেসলা বিটকয়েন কিনেছে এ খবর প্রকাশের পর বিটকয়েনের দাম অনেক বেড়ে যায়। কিন্তু এরপর হঠাৎ ২০ শতাংশ কমে যায় এ ভার্চুয়াল কারেন্সির দর। বিটকয়েনে মাস্কের আগ্রহের কারণেই টেসলার শেয়ারের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে।

সম্প্রতি আবার তুলনামূলক কম দামি টেসলার ইলেক্ট্রিক গাড়ি ‘ওয়াই এস ইউ ভি’র বিক্রি বন্ধ করেছে প্রতিষ্ঠানটি। গাড়িটির গতি আরও বাড়াতে চান মাস্ক।

বিশেষজ্ঞরা বলছেন, বিটকয়েন কেনার কারণে টেসলায় আস্থা হারাচ্ছেন বিনিয়োগকারীরা। তবে ইলেক্ট্রিক গাড়ি ‘ওয়াই এস ইউ ভি’র বিক্রি বন্ধ করে দেওয়ার নেতিবাচক প্রভাব পড়েছে গাড়ির বাজারে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর