সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে সিলেটে সাংবাদিকদের মানববন্ধন

নোয়াখালীর কোম্পানীগঞ্জে রাজনৈতিক প্রতিহিংসার শিকার বার্তা বাজার ও দৈনিক বাংলাদেশ সমাচার প্রতিনিধি বুরহান উদ্দিন মুজাক্কির হত্যার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে সিলেটের গোলাপগঞ্জের কর্মরত সাংবাদিকদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় পৌর শহরের চৌমুহনীতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি মাওলানা এম আব্দুল জলিলের সভাপতিত্বে ও গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি মাহবুবুর রহমান চৌধুরীর সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সভাপতি ও গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ।

এ সময় বক্তব্য রাখেন, গোলাপগঞ্জ পৌর প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল আজিজ, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সেক্রেটারি জাহিদ উদ্দিন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সাংবাদিক জাহেদুর রহমান জাহেদ, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম সাকিল, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ আলম, সাংবাদিক দেলোয়ার হোসেন মাহমুদ, গোলাপগঞ্জ পৌর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ফাহাদ হোসাইন, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যান সমিতির প্রচার সম্পাদক অলিউর রহমান তামিম, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সদস্য ফাহিম আহমদ, জাবেদ আহমদ, দেলোয়ার হোসেন মান্না, সাংবাদিক মারজান আহমদ রিপন, আদনান আহমদ চৌধুরী, সামিল হোসেন।

মাববন্ধনে বক্তারা বলেন- দেশে প্রতিনিয়ত সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করতে গিয়ে নির্যাতিত হচ্ছেন। সাংবাদিকরা তো কারো পক্ষে নিয়ে কথা বলেন না। তা হলে কেন তারা নির্যাতনের শিকার হন? কেন তাদেরকে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে মৃত্যুবরণ করতে হবে?

বক্তারা মানববন্ধনে সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, সাংবাদিকদের নিরাপত্তার ব্যবস্থা সরকারকে করতে হবে। উদীয়মান তরুণ সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির সংবাদ সংগ্রহ করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু বরণ করেছেন। মুজাক্কির হত্যার সাথে যারা জড়িত তাদেরকে খুব দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

ফাহিম আহমদ/বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর