দেশের হয়ে কেউ খেলতে না চাইলে জোর করা হবে না: পাপন

কেউ দেশের হয়ে খেলতে না চাইলে জোর করা হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

সোমবার (২২ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এসব কথা জানান তিনি।

তিনি বলেন, শুধু সাকিব নয়, দেশের হয়ে কেউ খেলতে না চাইলে তাকে জোর করা হবে না। এখন থেকে ক্রিকেটারদের সাথে চুক্তি করে নেয়া হবে কে কোন ফরমেটে খেলবে।

পাপন বলেন, সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হতাশাজনক হারের পর সবাই খেলার জন্য আগ্রহী থাকবে কিন্তু এখন দেখি তার উল্টোটা। তবে এমন সিদ্ধান্ত খুবই দুঃখজনক। সাকিব ৩ বছর আগে থেকেই টেস্ট খেলতে চায়নি। সাকিবের দেশের প্রতি টান নিয়ে প্রশ্ন তুলতে চাই না, আমি ধরে নিচ্ছি টেস্ট ক্রিকেট ওর পছন্দ না। এদের দিয়ে টেস্টে কিছু হবে না।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর