আজ ভারত থেকে আরও ২০ লাখ ডোজ টিকা আসছে

আজ সোমবার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশে আসছে আরও ২০ লাখ টিকার ডোজ। সরকারের সাথে চুক্তি অনুযায়ী ভারত এর সেরাম ইন্সটিটিউট হতে সবগুলো টিকা আনছে বাংলাদেশের বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস।

সোমবার (২২ ফেব্রুয়ারি) রাত ১১টা ১০ মিনিটে ভারতের স্পাইজেট বিমানের এজটি ফ্লাইটে এ টিকা আসবে বলে জানিয়েছে বেক্সিমকো ফার্মা সূত্র।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (টিকাদান) ডা. শামসুল হক এই ২০ লাখ ডোজ টিকা আসার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

উল্লেখ্য, এর আগে গত ২০ জানুয়ারি ভারত সরকারের দেয়া ২০ লাখ ডোজ টিকা বাংলাদেশে আসে উপহার হিসেবে। পরে ২৫ জানুয়ারি চুক্তির আওতাধীন আসে ৫০ লাখ ডোজ টিকা। কিন্তু সরকারে সাথে চুক্তি অনুযায়ী প্রতি মাসে আসার কথা ৫০ লাখ ডোজ টিকা। এর মধ্য থেকে আজ রাতে আসছে ২০ লাখ ডোজ।

বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর