আলজাজিরার প্রতিবেদন সরিয়ে দিবে ফেসবুক

কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরায় প্রকাশিত ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ শিরোনামের আলোচিত প্রতিবেদনটি সরিয়ে দিতে সম্মত হয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। শনিবার (২০ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

মন্ত্রী জানান, এ বিষয়ে ফেসবুকের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আমাদের একাধিকবার কথা হয়েছে। ফেসবুকে কর্মরত বাংলাদেশ বিষয়ক কর্মকর্তা সাবহানাজ রশিদ দিয়ার সাথেও কথা হয়েছে। তারা আদালতের নির্দেশনা চেয়েছিল। নির্দেশনা তাদেরকে দেওয়ার পর তারা খুব দ্রুত আলজাজিরার ওই প্রতিবেদন সরিয়ে দিবে বলে অফিসিয়ালি জানিয়েছে।

তিনি আরও জানান, ইউটিউব কর্তৃপক্ষের সাথেও এ বিষয়ে কথা চলছে। সেখান থেকেও সরানো হবে ভিডিওটা।

প্রসঙ্গত, বাংলাদেশ সরকার ও সেনাবাহিনীকে নিয়ে আলজাজিরায় একটি সংবাদ প্রকাশিত হয়। এরপ সরকার ও সেনাবাহিনীর পক্ষ থেকে এই প্রতিবেদনটির প্রতি তীব্র নিন্দা জানানো হয়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর