যশোরে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন,স্মারকলিপি প্রদান

মোঃলোকমান হোসেন,যশোর প্রতিনিধি:-যশোরে জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন করেছেন।(বুধবার ১২ই জুন)সকাল ১১টা থেকে ১২ টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধন থেকে শিক্ষক নেতৃবৃন্দ ৫০ শতাংশ বেসরকারি চাকরিকাল গনণা করে পদোন্নতি,প্রাপ্ত টাইমস্কেলের ভিত্তিতে উন্নীত স্কেল বাস্তবায়ন,বাদ পড়া প্রধান শিক্ষকদের গেজেট সংশোধন, জাতীয়করণকৃত বিদ্যালয়ের ৯৯ কোড পরিবর্তন করে ১ নং কোড চালুসহ রেজিস্টার শব্দটি বাদ দিতে হবে,শিক্ষকদের যোগ্যতা ভিত্তিক স্কেল প্রদান করে প্রাথমিকে ক্যাডার সার্ভিস চালু,সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড ও মহাপরিচালক পর্যন্ত শতভাগ পদোন্নতির ব্যবস্থা, এলপিআরএ যাওয়া জাতীয়করণকৃত শিক্ষকদের আর্থিক সমস্যা সমাধান, জাতীয়করণ থেকে বাদ রেজিস্টার বিদ্যালয়গুলো জাতীয়করণের আওতায় আনা,জাতীয়করণকৃত বিদ্যালয়গুলোতে প্রাক-প্রাথমিক পদ সৃষ্টি ও দপ্তরী কাম-নৈশ্য প্রহরী নিয়োগ দেয়ার দাবি জানান।মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয়করণকৃত শিক্ষক সংগঠনের জেলা আহবায়ক কাজীফিরোজউজ্জামান,যুগ্ম-আহবায়ক শাহাজান কবীর,সদরের সভাপতি শাহিনুর রহমান,কেশবপুরের সভাপতি হযরত আলী,শার্শার সভাপতি নজরুল ইসলাম ও মণিরামপুরের যুগ্ম সাধারণ সম্পাদক আবু শাহীন।মানববন্ধন শেষে শিক্ষক নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর