না ফেরার দেশে এটিএম শামসুজ্জামান

বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার সকাল ৯টার দিকে সূত্রাপুরের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার মেয়ে কোয়েল আহমেদ। বাবার আত্মার শান্তির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

নোয়াখালীর দৌলতপুরে ১৯৪১ সালের ১০ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন এটিএম শামসুজ্জামান। তিনি ১৯৬১ সালে পরিচালক উদয়ন চৌধুরীর ‘বিষকন্যা’ সিনেমায় সহকারী পরিচালক হিসেবে প্রথম কাজ শুরু করেন।

১৯৬৫ সালে অভিনেতা হিসেবে চলচ্চিত্র অভিষেক হয় এটিএম শামসুজ্জামানের। ১৯৭৬ সালে আমজাদ হোসেনের ‘নয়নমণি’ চলচ্চিত্রে খলনায়কের চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি আলোচনায় আসেন। তার একমাত্র পরিচালিত সিনেমা ‘এবাদত’।

এটিএম শামসুজ্জামান পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। ৪২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি। শিল্পকলায় অবদানের জন্য ২০১৫ সালে একুশে পদক লাভ করেন এই অভিনেতা।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর