সৌদি প্রবাসী বাংলাদেশীরা বিনামূল্যে পাবেন করোনা টিকা

সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীরা বিনামূল্যে করোনা প্রতিরোধী টিকা পাবন বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত এসসা আল দুলাইহান।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রীর সাথে সচিবালয়ে সাক্ষাতকালে এই তথ্য জানান তিনি।

সৌদি রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ থেকে যাওয়া কর্মীরা প্রায় সবাই খুবই কর্মঠ ও দক্ষ। তাদের প্রতি সৌদি আরবের নিয়োগদাতারাও সন্তুষ্ট। বাংলাদেশি কর্মীদের তারা খুবই পছন্দ করছেন।

বাংলাদেশের পর্যটন খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন তিনি। এই প্রস্তাবের জবাবে প্রতিমন্ত্রী জানান, সৌদি বিনিয়োগকারীদের সাথে বাংলাদেশের পর্যটন উন্নয়নে একত্রে কাজ করাটা হবে আনন্দের। একই সাথে আমরা এভিয়েশন শিল্পের উন্নয়নেও একত্রে কাজ করতে পারবো বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি।

একইসাথে করোনাকালে সৌদিতে অবস্থানরত বাংলাদেশি কর্মীদেরকে বিশেষ খেয়াল রাখায় ধন্যবাদ জানান প্রতিমন্ত্রী।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর