আমির দেখালেন তার জাদু

ডেস্ক রিপোর্ট: ডেভিড ওয়ার্নার ফিরলেন স্বরূপে। ভারতের বিপক্ষে মন্থর ব্যাটিংয়ে সমালোচনার শিকার এই ওপেনার পেলেন সেঞ্চুরির দেখা। তার সঙ্গে অ্যারন ফিঞ্চের উদ্বোধনী জুটিতে গড়া ১৪৬ রান বিশাল সংগ্রহের ইঙ্গিত দিলেও হয়নি তা। ‍পরের দিকের ব্যাটসম্যানরা সুবিধা করতে না পারায় ৪৯ ওভারেই বিশ্ব চ্যাম্পিয়নরা গুটিয়ে গেছে ৩০৭ রানে।

বুধবার টন্টনে মোহাম্মদ আমির দেখালেন তার জাদু। বিশ্বকাপের শুরু থেকেই নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে আসছেন তিনি, তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে দেখালেন আরও ভালো করে। এবারের বিশ্বকাপের প্রথম বোলার হিসেবে তিনি পূরণ করেছেন ৫ উইকেট। ১০ ওভারে ২ মেডেন সহ দিয়েছেন মাত্র ৩০ রান।

শুরুতে আমির ছাড়া পাকিস্তানের কোনও বোলারই সুবিধা করতে পারেননি। ওয়ার্নার-ফিঞ্চের দুর্দান্ত ব্যাটিংয়ে দিতে হয়েছে কঠিন পরীক্ষা। যদিও শুরুর দৃশ্যটা শেষে পুরোপুরি উল্টে গেল। ছন্দহীন পাকিস্তানের বোলারদের দাপটেই অস্ট্রেলিয়াকে থামতে হয়েছে ৩০৭ রানে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর