টস সহায় হলো না ফিঞ্চের, কৌশলী সিদ্ধান্ত সরফরাজের

বৃষ্টির ভ্রূকুটি এড়িয়ে বিলেতের মাটিতে ছন্দে ফেরার চেষ্টায় বিশ্বক্রিকেটের মেগা ইভেন্ট।বুধবার (১২ জুন) মুখোমুখি হচ্ছে পাকিস্তান-অস্ট্রেলিয়া।বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় শুরু হবে দুই দলের লড়াই।তার আগে দুই দলের মধ্যে হয়েছে মুদ্রা নিক্ষেপের লড়াই।সেখানে টস ভাগ্যে জিতেছে পাকিস্তান।টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সরফরাজ আহমেদ।কারণ আগে যারা বোলিং করবে তারা তুলনামূলক সুবিধা পাবে।তাই এমন সিদ্ধাস্ত নিলেন সরফরাজ।

বিশ্বকাপের মঞ্চে অস্ট্রেলিয়া-পাকিস্তান দ্বৈরথ মানেই মজুত নানা মশলা, নানা উপকরণ। কোহলিদের বিরুদ্ধে হারের রেশ কাটিয়ে অস্ট্রেলিয়া ছন্দ ফিরে পাওয়ার লক্ষ্যে থাকলেও বিশ্বকাপের সপ্তদশ ম্যাচেও মজুত থাকছে প্রয়োজনীয় বারুদ।স্মিথ-ওয়ার্নার-ম্যাক্সওয়েলদের বিরুদ্ধে লড়াইটা যেমন ফকর জামান কিংবা বাবর আজমদের, ঠিক তেমনই স্টার্ক-কামিন্সদের পালটা পাক শিবিরে থাকছেন মোহাম্মদ আমির কিংবা ওয়াহাব রিয়াজরা। তাই দুই দলের লড়াইটা জম্পেস হবে।


অস্ট্রেলিয়ার একাদশ:
ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), উসমান খাজা, স্টিভেন স্মিথ, শন মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল,অ্যালেক্স কেরি (উইকেটরক্ষক), নাথান কোল্টার-নাইল, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক,কেন রিচার্ডসন।

পাকিস্তানের একাদশ: ইমাম-উল হক, ফখর জামান, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক), শোয়েব মালিক, আসিফ আলী, ওয়াহাব রিয়াজ, হাসান আলী, শাহীন শাহ আফ্রিদি, মোহাম্মদ আমির।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর