মাদ্রাসা ছাত্র শাহাপরান হত্যার মূল আসামি গ্রেফতার

মোঃলোকমান হোসেন,যশোর প্রতিনিধি: অবশেষে মাদ্রাসা ছাত্র শাহপরান হত্যার মূল আসামিকে ১১ দিন পরে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ।গত(০২ ই জুন ২০১৯) বিকাল সাড়ে চার ঘটিকায় শার্শা থানাধীন গোগা গাজীপাড়া গ্রামস্থ হাফেজ মোঃ হাফিজুর রহমান(৩৫),পিং-মৃত মজিদ মোল্যা এর বসতঘরের মধ্যে চৌকির নিচে থেকে শাহ-পরান(১২),পিং-মোঃ শাহজাহান,সাং-কাগজপুকুর(উত্তর পাড়া),থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোরের গলিত লাশ উদ্ধার করা হয় যার প্রেক্ষিতে শার্শা থানার মামলা নং-০৪,তাং-০২/০৬/১৯ ইং, ধারা-৩০২/২০১ পেনাল কোড রুজু করা হয় এবং মামলাটির তদন্তভার শার্শা থানার(এসআই)মোঃ মামুনূর রশিদের উপর অর্পন করা হয়।

মামলাটির তদন্তভার গ্রহন করিয়া তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ মামুনূর রশিদ এর নিরলস অভিযান,সিডিআর যাচাই ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে জানতে পারেন যে,উক্ত মামলার আসামী হাফেজ মোঃ হাফিজুর রহমান খুলনা জেলার দিঘলিয়া উপজেলা এলাকায় আত্মগোপন করে রহিয়াছে।এরপর(এসআই)মোঃ মামুনূর রশিদ সংগীয় কং/১২৬২ মোঃ নাইমুর রহমানকে নিয়া ইং ০৮/০৬/২০১৯ তারিখ হইতে ছদ্মবেশে খুলনা জেলার দিঘলিয়া উপজেলার সম্ভাব্য সকল স্থানে উক্ত আসামীর সন্ধান করিতে থাকে।

এক পর্যায়ে (এসআই)মোঃ মামুনূর রশিদ ও কং/১২৬২ মোঃ নাইমুর রহমান এর নিরলস অভিযানে(মঙ্গলবার ১১ই জুন) রাত অনুমান রাত সাড়ে আট ঘটিকায় খুলনা জেলার দিঘলিয়া থানা পুলিশের সহায়তায় দিঘলিয়া গ্রামস্থ আরাবিয়া কওমি মাদ্রাসা হইতে গ্রেফতার করতে সক্ষম হন।ধৃত আসামীককে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে আসামি স্বীকারোক্তিতে বলেন,রমজান শুরু হওয়ার ৩/৪ দিন পূর্বে রাত্রে আসামী তাহার মাথা টেপা’র জন্য ভিকটিম শাহ-পরাণ(১২)কে তাহার কক্ষে ডাকে।ভিকটিম শাহ-পরাণ(১২)তাহার কক্ষে যায় এবং আসামীর মাথা টিপে দিতে থাকে।

একপর্যায়ে শাহ-পরাণ সেখানে ঘুমাইয়া পড়ে।ঐ রাত্রে উক্ত আসামী ভিকটিম শাহ-পরাণ(১২)এর সাথে সমকামিতায় লিপ্ত হয়।একপর্যায়ে ভিকটিম শাহ-পরাণ তাহার সহপাঠি এবং মাদ্রাসার পরিচালনা কমিটির নিকট উক্ত সমকামিতার কথা প্রকাশ করে।এরই জের ধরে ঘটনার তারিখ ও সময়ে উক্ত আসামী ভিকটিম শাহ-পরাণ(১২) কে কৌশলে উক্ত মাদ্রাসা থেকে শার্শা থানাধীন গোগা ইউনিয়নের গোগা গাজীপাড়া গ্রাামস্থ তাহার বসতঃঘরে নিয়া যায়।অতঃপর সেখানে ভিকটিম শাহ-পরাণ(১২)কে নির্মমভাবে হত্যা করে এবং তাহার লাশ বসতঃঘরের মধ্যে চৌকির নীচে রাখিয়া দেয়।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর