হাসপাতাল নিজেই অসুস্থ, পলেস্তারা খসে আহত ৯

নোয়াখালী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের পুরোনো ভবনের শিশু ওয়ার্ডের ছাদের পলেস্তারা খসে পড়ে অসুস্থ পাঁচ শিশু, তাদের স্বজনসহ নয়জন আহত হয়েছে।

বুধবার (১২ জুন) সকাল পৌনে সাতটার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুরো ওয়ার্ডের অসুস্থ শিশু রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।এতে ৯ জন আহত হয়। তাদের মধ্যে এক শিশুর অবস্থা আশঙ্কাজনক। আহতদের হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহতরা হলো- রাফি (২ বছর ৬ মাস), মো. ইসমাইল (৫), ইমাম উদ্দিন (৫), সুমাইয়া (১২), মো. রাসেল (১৬), মো. ইব্রাহিম (৫০), পারুল বেগম (৪৭), বাদশা (৩৫) ও রোজিনা বেগম (২০)।

রোগীর স্বজনরা জানান, সকাল ৭টার দিকে হঠাৎ শিশু ওয়ার্ডে বিকট শব্দে পলেস্তারা খসে এ দুর্ঘটনা ঘটে।এ ঘটনায় ভয়ে হাসপাতাল ছাড়ছেন অনেক রোগীরা।

এর আগে গত বছরের জুলাই মাসে হাসপাতালের দ্বিতীয় তলায় একই ধরনের আরেকটি ঘটনায় দুই নার্স আহত হন। প্রায় তিন বছর আগে গণপূর্ত বিভাগ হাসপাতালটির শিশু ওয়ার্ডসহ বেশ কয়েকটি ওয়ার্ডকে পরিত্যক্ত ঘোষণা করে।

খবর পেয়ে সকাল পৌনে ১০টার দিকে হাসপাতাল পরিদর্শনে যান জেলা প্রশাসক তন্ময় দাস। এ সময় তিনি দুপুর ১২টার মধ্যে পুরোনো ভবনের দ্বিতীয় তলার চারটি ওয়ার্ড খালি করে দিতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন। ১২টার পর প্রশাসনের পক্ষ থেকে ওই ওয়ার্ডগুলো সিলগালা করে দেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর